Header Ads

বদরপুরে জলের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী তহবিল থেকে পাঁচ কোটি টাকা মঞ্জুর

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বদরপুর শহরে পানীয় জলের সমস্যায় জর্জরিত জনগন। বিশেষ করে এক তিন আর চার নম্বর ওয়ার্ডে এই সমস্যা খুব বেশি। তবে এই ব্যপারে টাউন কমিটি কিছু পদক্ষেপ নিচ্ছে। টাউন কমিটির চেয়ারম্যান দীপঙ্কর  রায় কর্মকার জানান শহরে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রদেশ বিজেপির সহ সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে পাঁচ কোটি টাকা মঞ্জুর করিয়েছেন। এই নতুন প্রকল্পের জন্য জমি দান করেছেন প্রাক্তন কমিশনার চন্দন লাল সেন। চারটি ওয়ার্ডে ট্যাঙ্ক নির্মাণ হবে। থাকবে সোলার ব্যবস্থা, বিদ্যুৎ না থাকলেও জল সরবরাহ করা হবে। তিন নম্বর ওয়ার্ডের জলের সমস্যা সমাধানের জন্য সেকেন্ড লাইনের কাজ চলছে ।বিশ্বরূপ ভট্টাচার্যের তৎপরতায় এফ সি আই রোডের কাজের জন্য তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ।কাজ হবে সি সি ডালাইর ।পি এইচ ই বিভাগের ডিজাইনার অমিও বৈশ্য ইতিমধ্যে জায়গা পরিদর্শন করে গেছেন। এ ছাড়া মাষ্টার ড্রেনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, জাতীয় সড়ক থেকে জামে মসজিদ পর্যন্ত ড্রেন কাম ফুটপাত নির্মান হবে। এই কাজ হয়ে গেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেখানে ব্যবস্থা করে দেওয়া হবে ।চারটি ওয়ার্ডে রন্ধন জ্যোতির গ্যাস প্রদান করা হয়েছে ছয় শো জনকে এভাবে প্রতিটি ওয়ার্ডে সমান ভাবে সরকারি প্রতিটি প্রকল্প ও যোজনার কাজ চলছে। কেন্দ্র ও রাজ্যর বিজেপি সরকার সব সময় জনগণের উন্নয়ন চায়। সেই অনুযায়ী একের পর এক প্রকল্প মন্জুর হচ্ছে। কিছু দিনের মধ্যেই জনগণ এর সুফল পাবেন। আসলে বিগত কংগ্রেস বোর্ডের বিভিন্ন দুর্নীতির মামলা চলছে ফলে বিজেপি বোর্ড বসার প্রথম দু'বছর কোন মন্জুরি আসেনি। সেটাকেই  পুঁজি করে কিছু ব্যাক্তি বিজেপি  বোর্ডের গায়ে ব্যর্থ তকমা সেঁটে দিতে চান। কংগ্রেস বোর্ডের ব্যর্থতার দায় নিতে না হলে  চার বছরে বদরপুরের চেহারা পাল্টে দেওয়া যেত বলে মন্তব্য করেন তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.