Header Ads

৩১ মাস ধরে নিখোঁজ হায়দরাবাদের সফ্‌টওয়ার ইঞ্জিনিয়ার, বৰ্তমানে পাকিস্তান পুলিশের হেফাজতে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

পেশায় সফ্টওয়ার ইঞ্জিনিয়ার ভারতীয় নাগরিক প্ৰশান্ত ভাইনদামকে পাকিস্তানের বাহাওয়ালপুরে পুলিশ গ্ৰেফতার করেছে। তাঁকে জীবীত দেখে পরিবারের লোকজন স্বস্তির নিশ্বাস নিয়েছেন। তার কারণ ৩১ মাস আগে প্ৰশান্ত  হায়দরাবাদ থেকে নিখোঁজ হয়েছিলেন। ২০১৭ সালের ১১ এপ্ৰিল সকাল ৯ টায় ঘর থেকে অফিসে যাওয়ার জন্য বেড় হন বছর ৩০এর যুবক প্ৰশান্ত। সংবাদ মাধ্যমকে একথা জানান তাঁর বাবা বাবু রাও ভাইনদাম (৬৩)।  

তিনি আরও বলেন- ২০১৭র ২৯ এপ্ৰিল প্ৰশান্তের নিখোঁজ হওয়ার কথা পুলিশে জানানো হয়। সেইমতে পুলিশ থানায় নিখোঁজের মামলাও দায়ের হয়। 

ছবি, সৌঃ ইন্টারনেট
প্ৰশান্তের বাবা বলেন- ‘‘সেই থেকেই প্ৰশান্তের কোনও খবর পাওয়া যায়নি। গতকাল একটি টিভি চ্যানেলে আমরা দেখলাম তাঁকে পাকিস্তান পুলিশ ধরেছে। সে যে জীবীত রয়েছে আমরা জানতে পারলাম। আমরা ছেলেকে ফিরে পেতে পুলিশ এবং বিদেশ মন্ত্ৰকের সঙ্গে যোগাযোগ করবো।’’

প্ৰশান্ত ভারতের গুপ্তচর বলে পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমের খবরকে উড়িয়ে দিয়েছেন তাঁর পরিবারবৰ্গ। তারা বলেন- ওইসব ভিত্তিহীন খবর।  


প্ৰশান্তের বাবা বাবু রাও বলেন- ‘‘আমার ছেলে একজন নরম প্ৰকৃতির সরল মানুষ। সে গুপ্তচর নয়। আমি জানি না সে কিভাবে পাকিস্তানে পৌঁছল। একটি খবরে দেখেছিলাম সে সুইজারল্যান্ডে একটি মেয়ের প্ৰেমে পড়েছিল এবং সেই মেয়েটির খোঁজেই সে গিয়েছিল। সে আমাদের বলেছিল তাঁর মহিলা সহকৰ্মীর কথা, যাকে সে ভালবাসতো।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.