গোটা দেশে এ ওয়ান ক্যাটাগরির স্টেশনগুলির মধ্যে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের নাম ২১ নম্বর র্যাঙ্কে এসেছে
নয়া ঠাহর, গুয়াহাটিঃ পরিস্কার পরিচ্ছন্নের দিক থেকে গোটা দেশে এ ওয়ান ক্যাটাগরির স্টেশনগুলির মধ্যে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের নাম ২১ নম্বর র্যাঙ্কে এসেছে। কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া(কিউসিআই)এর সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ্যে এসেছে। এই রিপোৰ্ট জানিয়েছেন কেন্দ্ৰীয় রেল মন্ত্ৰী পিয়ুষ গোয়েল।
১০০০এর মধ্যে গুয়াহাটি রেল স্টেশন পেয়েছে ৮৬৩.৮৬। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যোধপুর এবং জয়পুর রেলস্টেশন। এ ওয়ান ক্যাটাগরির মধ্যে এই দুটি রেল স্টেশনের স্কোর ক্ৰমে ৯৭৭.৯৭ এবং ৯৭২.৩০।
প্ৰসঙ্গত, এ ক্যাটাগরি স্টেশনগুলির মধ্যে বঙাইগাঁও রয়েছে ৮৪ নম্বরে, বরপেটা রোড ১১৫, রঙিয়া জংশন ১২০, যোরহাট টাউন ২১৬, শিলচর ২৫৬, লামডিং ২৫৯, ডিমাপুর ২৬৬ এবং ডিব্ৰুগড় টাউন ৩০৫।
কিউসিআই-এর রিপোৰ্ট অনুসারে ২০১৭ সালের তুলনায় প্ৰথম সারির ১০০টি স্টেশনের ৯ শতাংশ উন্নতি হয়েছে। পরবৰ্তী ১০০টি স্টেশনের ১৪ শতাংশ উন্নতি হয়েছে। ২০১ থেকে ৩০০ র মধ্যে স্টেশনগুলির উন্নয়ন ২০ শতাংশ হয়েছে। ৩০১ থেকে ৪০৭ র্যাঙ্কের স্টেশনগুলির ৩১ শতাংশ উন্নয়ন হয়েছে।









কোন মন্তব্য নেই