ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখার দাবি জানিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে স্মারকপত্র কংগ্রেসের
বিপ্লব দেব, হাফলংঃ অসমের দুই পার্বত্য জিলা ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলাকে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-র বাইরে রাখার দাবি তুলল ডিমা হাসাও জিলা কংগ্রেস। দীর্ঘদিন থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসছে ডিমা হাসাও জেলা কংগ্রেস।
তাই এবার এই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে স্মারকপত্র প্রদান করে ডিমা হাসাও জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা বলেন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা সব সময় করে আসছে কংগ্রেস দল তবে এই বিল পাস হলে ও ষষ্ঠ তপশিলির অন্তর্ভূক্ত ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলাকে নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেন নির্মল লাংথাসা। সোমবার এনিয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা ও উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য ডেনিয়েল লাংথাসার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে সাক্ষাৎ করে জেলাশাসকের মাধ্যমে এক স্মারকপত্র কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ-র উদ্দেশ্যে প্রদান করে। গৃহমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরন করা স্মারকপত্রে প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-র বাইরে ষষ্ট তপশিলির অন্তর্ভূক্ত ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে রাখার দাবি জানানো হয়েছে।









কোন মন্তব্য নেই