Header Ads

মালিগাঁয়ে পুনরায় চিতা বাঘের আতঙ্ক,সিসি টিভি ক্যামেরায় বনরাজার মুক্ত বিচরণ



দেবযানী পাটিকর।

নগরের মালিগাঁয়ে এলাকায় চিতা বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার লোক।বিগত কিছু দিন থেকে মালিগাওয়ের বিভিন্ন এলাকাতে লোকের বাড়িতে লাগানো সিসি টিভি ক্যামেরা তে বনরাজার অবাধ বিচরণ করতে দেখা গেছে।সোমবার মালিগাঁয়ে হিল সাইড কলোনীতে এক চিতা বাঘকে এলাকার  গোপাল শর্মার ঘরের বারান্দায় দেখা গেছে।সিসি টিভির ক্যামেরায় বন্দী হয়েছে চিতা বাঘের অবাধ বিচরণ।এর মাত্র দুই দিন আগেই নীলাচল বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামের যাবার রাস্তায় সন্ধ্যার সময়  একটি বিশাল চিতা বাঘকে রাস্তা পার করে যেতে দেখা গেছে।লোকেরা এই দৃশ্য ভিডিও করেছে।ওদিকে পাণ্ডুর টেম্পলঘটেও বাঘের আতঙ্ক।এছাড়াও দুর্গা সরোবরে প্রতিদিনই চিতা বাঘের আতঙ্কে দিন গুনছে লোকরা। প্রায়দিনই চিতা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে চলে আসে এবং জনবসতি এলাকা থেকে পোষা বিড়াল কুকুর ছাগল নিয়ে মেরে খেয়ে যায়। ঘটনায় এলাকার লোকেরা লোকেরা বন বিভাগের কাছে বাঘের  একটি খাঁচা রাখার দাবি জানিয়েছেন ।ওদিকে ক্রমাগত বনাঞ্চল ধ্বংসের ফলে চিতাবাঘের থাকার জায়গা ছিনিয়ে নিয়েছে লোকেরা।ফলে খাদ্যের সন্ধানে চিতা বাঘ জনবসতি এলাকায় চলে আসে। বাঘের ভয়ে রাতে ঘর থেকে বেরতে  ভয় পাচ্ছে লোকরা।তবে এখন পর্যন্ত চিতার আক্রমণে কেউ হতাহত হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.