Header Ads

কয়লা সিণ্ডিকেট অভিযােগ তদন্ত করছে সি আই ডি ঃ সুম রংহাং



নয়া ঠাহর প্রতিবেদন।
রাজ্যে খনি এবং খনিজাত সামগ্রী বিভাগীয় মন্ত্রী সুম রংহাং জানান, রাজ্যে ব্যাপক হারে কয়লা চোরাকারবারী সম্পর্কে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই চোরা কারবার ব্যবস্থা বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থাত হাতে নিয়েছে। তিনসুকিয়া, কাৰ্বি আংলং, ডিমা হাসাও জেলার পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনারদের রাজ্যের ডিজিপি চিঠি দিয়ে চোর কারবারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সরকার সিআইডিকে নির্দেশ দিয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। তিনি জানান, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, চুন, গ্রেনাইট, চিনা মাটি, লােহা-আকরিক, গ্লাস সেণ্ড, সিলিমিনাইট প্রভৃতি খনিজাত সামগ্রী অসমে আছে। বরাকের বিজেপি বিধায়ক দিলীপ পাল দাবি করেন, বরাকে এখন কোন ধরনের কয়লা সিন্ডিকেট চলছেনা। সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.