Header Ads

শনিবার অযোধ্যা মামলার রায় দিতে চলেছে সুপ্ৰিম কোৰ্ট

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দীৰ্ঘদিন শুনানির পর আগামিকাল অর্থাত্ শনিবার অযোধ্যা মামলার শুনানি হতে চলেছে । ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অযোধ্যা জমি মামলার রায়। শনিবার সকাল সাড়ে ১০টায় চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। জল্পনা ছিল পরের সপ্তাহে আসতে পারে রায়। তবে দেরি করতে নারাজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
 এক শতাব্দীর পুরনো মামলা অযোধ্যা। চূড়ান্ত পর্বে টানা ৪০ দিন ধরে চলেছে শুনানি। দুপক্ষের আইনজীবীদের মধ্যে চলেছে জোরালো সওয়াল। অযোধ্যা জমি মামলার চূড়ান্ত শুনানির জন্য, জানুয়ারি মাসে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সঙ্গে ছিলেন বিচারপতি অশোক ভূষণ, ডিওয়াই চন্দ্রচূড়, এসএ বোবদে এবং এস আবদুল নাজির।

৪০ দিন টানা শুনানির শেষে, গত ১৬ই অক্টোবর রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। শুনানি পর্বে দু-পক্ষের আইনজীবীদের উত্তপ্ত সওয়াল-জবাবে, বারবার সরগরম হয়ে উঠেছিল  এজলাস। শুনানির শেষ দিনে হিন্দু মহাসভার তরফে আদালতে জমা পড়া ব্রিটিশ আমলে অযোধ্যার জমির নকশার কপি, সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধাওয়ান ছিঁড়ে ফেলায়, তা চরমে পৌঁছয়। অযোধ্যার জমির অধিকার নিয়ে হিন্দু-মুসলিম দু'পক্ষেরই নিজেদের মধ্যে বিবাদ রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.