Header Ads

অসুস্থ প্ৰখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর, মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গতকাল রাতে মুম্বইয়ের এক হাসপাতালে ভৰ্তি হয়েছিলেন প্ৰখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। দ্য হিন্দু রিপোৰ্ট মতে সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল গায়িকাকে।

ছবি, সৌঃ ইন্টারনেট
 বিকালে এক ঘনিষ্ঠ এক আত্মীয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, অনেকটাই সুস্থ রয়েছেন লতা। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্টে জানা গেছে- এখনও হাসপাতালেই রয়েছেন লতা। সেখানে তাঁকে দেখতেও গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। পরস্পর বিরোধী এই রিপোর্টে বিভ্রান্তি তৈরি হয়েছে।
প্ৰসঙ্গত, গত ২০ সেম্পেম্বরই ৯০ বছর পূ্র্ণ করেন প্ৰবাদপ্ৰতিম গায়িকা।

No comments

Powered by Blogger.