Header Ads

বিয়ের রিসেপশন পাৰ্টিতে নবদম্পতি হাতে বন্দুক নিয়ে ছবি তুলে বিতৰ্কে জড়ালেন নাগাল্যান্ডের বিদ্ৰোহী নেতার ছেলে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নাগাল্যান্ডের বিদ্ৰোহী নেতার ছেলে বিয়ের রিসেপশন পাৰ্টিতে  স্বস্ত্ৰীক হাতে একে ৫৬  এবং এন ১৬ রাইফেল নিয়ে ছবি তুলে বিতৰ্কে জড়িয়ে পড়ল। সেই ছবি প্ৰকাশ হওয়ার পর গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড ইউনিফিকেশন (এনএসসিএন-ইউ) র নেতা কিলো কিলনোসের ছেলে ভোটো কিবার বিয়ের রিসেপশন ছিল গত ৯ তারিখ। সেই দিন স্ত্ৰীকে নিয়ে একসঙ্গে হাতে বন্দুক নিয়ে ছবি তোলেন কিবা। সেই ছবি নেটওয়াৰ্কে প্ৰকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। 

ছবি, সৌঃ ইন্টারনেট
১৯৬৩ সালের পয়লা ডিসেম্বর ভারতের ১৬ তম রাজ্য হিসেবে জন্ম হয় নাগাল্যান্ডের। তারপর থেকেই সরকার ও সরকার বিরোধী দলের মধ্যে সংঘৰ্ষ চলছে, বৰ্তমানে কিছুটা বন্ধ হলেও উত্তেজনা রয়েছেই। এই পরিস্থিতিতে হাতে বন্দু নিয়ে এই ছবি নতুন করে বিতৰ্কের সৃষ্টি করল।
নাগাল্যান্ডের ৭ বিদ্ৰোহী দলের মধ্যে একটি হল এনএসসিএন-ইউ। দলটি হালেই একসঙ্গে গঠন করেছে নাগা ন্যাশনাল পলিটিক্যাল গ্ৰুপস (এনএনপিজিএস)। এদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে চলছে আলোচনা।

No comments

Powered by Blogger.