Header Ads

প্রেস দিবস পালিত শিলচরে

সানি রায়, শিলচর : প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিষ্টা বার্ষিকীকে কেন্দ্র করেই সারা দেশে প্রেস দিবস উদযাপন হয়ে থেকে। 365 দিনের মধ্যে একদিনই শুধু গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সাংবাদিক বন্ধুগণদের সম্মান ও উপহার গ্রহণের দিন। খ্যাতনামা  সাংবাদিক কে.জি.সুরেশ গতকাল শিলচরের বঙ্গ ভবনে আয়োজিত রাজ্যিকস্তরের প্রেস দিবসের অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানান। তবে ঘটনা যে সাংবাদিকদের জাতীয় দিবসেও প্রায় এক প্রকারের উপক্ষিত হওয়ার জ্বলন্ত প্রমান এদিনের আয়োজিত অনুষ্টানের মঞ্চ। এদিন বক্তব্য তথা সম্মানিত আসনে মোটেই স্থান পায়নি বরাকের প্রতিষ্টিত তথা খ্যাতনামা সাংবাদিকরা। অনুষ্ঠান শেষের পর থেকেই প্রায় একপ্রকার গুঞ্জনে সরগরম সাংবাদিক মহল। 
এছাড়াও করিমগঞ্জ জিলার সাংবাদিক বৈষম্য নিয়ে ও এদিন ধর্না-বিক্ষোভ ইত্যাদি প্রদর্ষিত হয়। সবমিলিয়ে সরকার পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠান তথা বিশিষ্ট ছয়জন সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপনকে  সাংবাদিক মহল সাধুবাদ জানানোর পাশাপাশি আগামীতে উপেক্ষা ও বৈষম্যের নজর এড়িয়ে সাংবাদিক দের এ মহান দিনটিতে রাজনৈতিক নেতাদেরকে বাতিল করে মঞ্চে বিশিষ্ট সাংবাদিকরা স্থান পাওয়া ছাড়া ও সাংবাদিকরা নিজের সু:খ-দু:খের কথা তুলে ধরার আর্জি রাখা হয় সংবাদ জগতের বিজ্ঞমহল থেকে। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেস গোস্বামী, রাজ্য জনসংযোগ সঞ্চালক অনুপম চৌধূরী সহ বরাকের নেতা-মন্ত্রীরা ও জিলা উপায়ুক্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.