গুয়াহাটির পানীয় জল মোটেও পান যোগ্য নয়, ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডাৰ্ডস-এর রিপোৰ্টে এই তথ্য প্ৰকাশ
নয়া ঠাহর, গুয়াহাটিঃ গুয়াহাটির পানীয় জল মোটেও পান যোগ্য নয়। ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডাৰ্ডস (বিআইএস) ১০ টি জায়গা থেকে পানীয় জলের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করেছে। লক্ষ্যনীয়ভাবে তাতে মহানগরের পানীয় জল পান করার উপযুক্ত নয় বলে রিপোৰ্টে প্ৰকাশ হয়েছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
রবিবার রিলিজ করা বিআইএসএস-এর রিপোৰ্টে জানা গেছে- বিভিন্ন রাজ্যের যতগুলো রাজধানী শহর থেকে পানীয় জলের নমুনা সংগ্ৰহ করা হয়েছে তার মধ্যে গুয়াহাটির বিভিন্ন জায়গা থেকে সংগ্ৰহ করা পানীয় জলের গুণগত মান দশটি প্যারামিটারেই উতরে যেতে ব্যৰ্থ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে মহানগরের পানীয় জলের গুণগত মান খুবই শোচনীয়, তা একেবারেই পানের যোগ্য নয়।
এর আগেও গুয়াহাটির পানীয় জলে প্ৰচুর পরিমাণে আৰ্সেনিকের উপস্থিতি পাওয়া গিয়েছে, যা পান করা একেবারেই নিরাপদ নয়।
কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাম বিলাস পাসোয়ান জানিয়েছেন- তৃতীয় পৰ্যায়ে উত্তরপূৰ্বের শহরগুলি থেকে পানীয় জলের নমুনাগুলি গৃহ এবং নগর বিষয়ক মন্ত্ৰকে পরীক্ষা করা হবে। ২০২০ সালে ১৫ জানুয়ারির মধ্যে সেই রিপোৰ্ট প্ৰকাশ করার সম্ভাবনা রয়েছে।









কোন মন্তব্য নেই