Header Ads

দিল্লির দূষণ কমাতে নিদান উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রীর, ইন্দ্রদেবের যজ্ঞ করলেই দূর হয়েছে যাবে দূষণ !

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : দূষণে জেরবার দিল্লি । জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অবধি ভারত সফরে এসে দিল্লির দূষণ নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন। এই অবস্থায় দিল্লির দূষণ রুখতে উপায় বাতলে দিলেন উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী সুনীল ভারালা।
মন্ত্রী সুনীল ভারালা বলেছেন, নাড়া পোড়ানোর ফলে দূষণ হচ্ছে । বহু বছর ধরেই চাষিরা  নাড়া পোড়াচ্ছেন। এটা একটা  প্রথা। চাষিদের নাড়া পোড়ানো  নিয়ে প্রশ্ন তোলা ঠিক না। তার বদলে সরকারের উচিত ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য যজ্ঞ করা। ইন্দ্রদেবই সব কিছু ঠিক করে দেবেন।
দিল্লির দূষণ নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেছেন, যারা নাড়া পোড়াবেন তাদের জরিমানা দিতে হবে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে। তবুও নাড়া পোড়ানো বন্ধ হয়নি।
পরিবেশ বিশেষজ্ঞদের সাফ কথা,  দিল্লির দূষণ কমাতে নাড়া পোড়ানো বন্ধ করতে হবে। কিন্তু যোগী সরকারের মন্ত্রী সুনীল ভারালার স্পষ্ট কথা, ইন্দ্রদেবের যজ্ঞ করলেই দূর হবে দিল্লির দূষণ। নয়ডা ও গ্রেটার নয়ডার দূষণের তীব্রতা ব্যাপক, যার জেরে ৫ নভেম্বর অবধি বন্ধ স্কুল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.