Header Ads

মহারাষ্ট্ৰের পরবৰ্তী মুখ্যমন্ত্ৰী হচ্ছেন উদ্ধব ঠাকরে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

টানা প্ৰায় একমাস পর মহারাষ্ট্ৰে রাজনৈতিক মীমাংসা হল। রাজ্যের পরবৰ্তী ৫ বছরের জন্য মুখ্যমন্ত্ৰী হচ্ছেন শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরে। শুক্ৰবার সন্ধ্যেবেলা এনসিপি-র সঙ্গে প্ৰায় দু ঘন্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত বেড়িয়ে আসে। 

 ছবি, সৌঃ ইন্টারনেট



এতোদিন লক্ষ্যনীয়ভাবে মহারাষ্ট্ৰের রাজনৈতিক পরিবেশে চাপানউতোর চলছিল।

এই প্ৰথম ঠাকরে পরিবারের কেউ মুখ্যমন্ত্ৰী হচ্ছেন। 
শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের নেহরু সেন্টারে সেই হাই-প্রোফাইল বৈঠকের প্রাথমিক পর্বের পর উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, আদিত্য ঠাকরে বেরিয়ে যান। বাকি বিধায়কদের মধ্যে বৈঠক চলচতে থাকে। তবে প্রাথমিক পর্বের পর উদ্ধব বলেন, ‘‘বৈঠক ফসপ্রসূ হয়েছে।’’

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.