নয়া ঠাহর, গুয়াহাটিঃ রবিবার অসমের ওরাং জাতীয় উদ্যানে মৃত লাদেন ওরফে 'কৃষ্ণ'কে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দিলেন অসম সরকারের বন্যপ্রাণী মুখ্য প্রধান বন সংরক্ষক এম কে যাদব। হাতিটিকে গোয়ালপাড়া থেকে ওরাং জাতীয় উদ্যানে পরিচর্যার জন্য আনা হয়েছিল।
কোন মন্তব্য নেই