Header Ads

৯ বছর পর প্রেসিডেন্সিতে উড়ল লাল ঝাণ্ডা, ছাত্র সংসদ দখল এসএফআইয়ের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
চাকা ঘুরতে সময় লাগল ৯ বছর। ফের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল নিল বাম ছাত্র সংগঠন এসএফআই। যদিও কোনও ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই ছাত্র ভোটের কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসন্তোষ থাকলেও নির্বাচনে অংশ নেয় এসএফআই। কিন্তু ভোটের আগেই ২৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল প্রতিনিধিরা। 

বাকি ছাত্র প্রতিনিধি ও ৫টি বিশেষ পদের জন্য ভোট গ্রহন হয় বৃহস্পতিবার। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলেছে ভোট গ্রহন। পরিচয় পত্র দেখে তারপরেই ছাত্রছাত্রীদের কলেজে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বহিরাগতরা যাতে কোনও রকম গণ্ডগোল বাধাতে না পারে সেকারণেই এই কড়া ব্যবস্থা করা হয়েছিল।
আজই গণনা হয়েছে। রাত পর্যন্ত চলে ভোট গোনা। শেষ পর্যন্ত ৫৮টি আসনে ৬৯০টি ভোট পেয়ে অপ্রত্যাশিত ভাবেই জিতে যায় এসএফআই। আইসি জিতেছে ৫২টি আসনে। দীর্ঘ ৯ বছর পর ফের প্রেসিডেন্সিতে ছাত্র সংসদের দখল নিল এসএফআই। খবর পাওয়া মাত্র সংগঠনের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এবারে কিন্তু প্রেসিডেন্সিতে একটিও আসন পায়নি তৃণমূল ছাত্র পরিষদ। ২০১০ সালে তিনটি আসন পেলেও এবার খাতাই খুলতে পারেনি তারা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সিতে বিজয়োৎসব শুরু করে এসএফআই-য়ের সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.