মহারাষ্ট্রে শিবসেনা - এনসিপি ও কংগ্রেস মিলে সরকার গড়বে বলে দাবি শরদ পাওয়ারের
ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক --
মহারাষ্ট্রে জোরদার ধাক্কাই বলা যায় একে , অন্ততপক্ষে বিজেপির জন্য । মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে শিবসেনা -- এনসিপি ও কংগ্রেস বলে দাবি করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । এনসিপি প্রধানের এই দাবির পর কার্যত বিপাকে বিজেপি । হয়তো এবারে মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসতে হতে পারে বিজেপিকে। শরদ পাওয়ারের দাবি, অভিন্ন কর্মসূচি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে তিনদল। সরকার যাতে পাঁচ বছর চলে তাও নিশ্চিত করবেন তাঁরা ।
সরকার গড়তে না পেরে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানিয়েছিলেন, তিনি আবার ফিরে আসবেন । ছ'মাসও টিঁকবে এই সরকার । দেবেন্দ্র ফডনবীশের এই কথার জের ধরে শরদ পাওয়ার বলেছিলেন, দেবেন্দ্রকে অনেকদিন ধরে চিনি । তবে ও যে জ্যোতিষশাস্ত্রেও পারদর্শী তা জানা ছিল না ।
এনসিপি ও শিবসেনা শিবিরের দাবি, সম্ভবত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই হতে চলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী । তবে কংগ্রেস সরাসরি মন্ত্রীসভাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট নয় ।
বিজেপি শিবিরের চিন্তা, যদি এই রফাসূত্র মেনে সরকার গঠন হয় মহারাষ্ট্রে , তবে আগামী দিনে তা ছড়িয়ে পড়তে পারে অন্যান্য রাজ্যেও। সেখানেও অভিন্ন রফাসূত্র মেনে একজোট হতে পারে বিজেপি বিরোধীরা । শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করবে শিবসেনা - এনসিপি ও কংগ্রেস নেতৃত্ব ।
কোন মন্তব্য নেই