Header Ads

গান্ধী পরিবারের সদস্যদের উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 8 নভেম্বর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হল গান্ধী পরিবারের সদস্যদের উপর থেকে । এখন থেকে আর এসপিজি নিরাপত্তা নয় , তাঁদের দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা । তার মানে সিআরপিএফ রক্ষীরা গান্ধী পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবেন । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ংকা গান্ধী পেতেন এসপিজি নিরাপত্তা । কেন্দ্র ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে । গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের কথা তাঁদের জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পান এসপিজি নিরাপত্তা । ১৯৯৪ সালে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার একবছর পর এসপিজি গঠন করা হয়েছিল । তিন হাজার সদস্য রয়েছে এসপিজতে। ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া এঁদের মূল কাজ। গত আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এসপিজি নিরাপত্তা তুলে নিয়েছিল সরকার । একমাত্র অটলবিহারী বাজপেয়ী আজীবন এসপিজির সুরক্ষার ঘেরাাাটোপে থেকেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.