Header Ads

চারদিনের অসম সফরে এসেছেন ফ্ৰান্সের একটি প্ৰতিনিধি দল

নয়া ঠাহর, গুয়াহাটিঃ চার দিনের সরকারী কৰ্যসূচীতে অসম ভ্ৰমণে এসেছে ফ্ৰান্সের ৫ জনের প্ৰতিনিধির একটি দল। তাঁদের স্বাগত জানিয়েছেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য। শনিবার সকালে গুয়াহাটি বিমান বন্দরে স্বাগ তজানান বন বিভাগের পিসিসিএফ এম সিং এবং শীৰ্ষ আধিকারিকরা। এরপর ফ্ৰান্সের প্ৰতিনিধিরা কাজিরঙা জাতীয় উদ্যানের উদ্দেশ্য রওনা দেন। রবিবার প্ৰতিনিধি দলের সদস্যরা গুয়াহাটিতে ফিরে এসে রাজ্য বন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। 


৪ নভেম্বর দলের প্ৰতিনিধিরা রাজ্যপাল জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সঙ্গে দেখা করবেন। এই বৈঠকে অসমে পরিবেশ সুরক্ষ এবং সংরক্ষণ সংক্ৰান্ত প্ৰকল্পে চুক্তিও স্বাক্ষর করা হবে। এছাড়াও প্ৰতিনিধি দলটি কটন বিশ্ববিদ্যালয় এবং আইআইটি গুয়াহাটির অনুষ্ঠানে যোগ দিবে। দৰ্শণ করবে মা কামাখ্যার মন্দির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.