Header Ads

বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 29 নভেম্বর
বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বুধবার মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । এ নিয়ে সংসদ ও সংসদের বাইরে সমালোচনার ঝড় উঠে । শেষমেষ এই মন্তব্যের জেরে সাধ্বী প্রজ্ঞা ক্ষমা শুক্রবার ক্ষমা চাইলেন । তিনি লোকসভায় বলেন , আমি নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলিনি । কারো ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে, আমি ক্ষমা  চাইছি।

এরপর লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা গডসে বিতর্কের অবসানে বিভিন্ন দলের বৈঠক ডাকেন। সেখানেও সাধ্বী প্রজ্ঞা আর একবার ক্ষমা চেয়ে বিবৃতি দেন। এর আগে তিনি বলেছিলেন,  বিরোধীরা  তাঁর মন্তব্য বিকৃত করেছেন । তাঁকে সন্ত্রাসবাদী বলায় রাহুল  গান্ধীর সমালোচনা করেন।


কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ রাহুল গান্ধী টুইটারে লিখেছিলেন, সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশপ্রেমিক বলেছেন । সংসদে আজ খুব দুঃখের দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.