Header Ads

মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী হবেন : সঞ্জয় রাউত

ননী গোপাল ঘোষ : শিবসেনা নেতা সঞ্জয় রাউত মহারাষ্ট্রে দলের নেতৃত্বেই সরকার গঠনের দাবি করলেন। সঞ্জয়ের দাবি, তাঁদের সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে যা ১৭৫ পর্যন্ত পৌঁছে যেতে পারে। মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার ৫৬ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেস বিধায়কের সংখ্যা ৪৪ জন ও এনসিপি-র বিধায়ক সংখ্যা ৫৪ জন। বাকি বিধায়কদের বেশিরভাগই নির্দল।
সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ার ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর মধ্যে বৈঠক রয়েছে। এর মধ্যেই এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেছেন, শিবসেনা যদি বলে থাকে যে তাদের মুখ্যমন্ত্রী হবেন মহারাষ্ট্রে তবে তা অসম্ভব নয়। শিবসেনা আগে তাদের ভূমিকা স্পষ্ট করুক, আমরাও আমাদের ভূমিকা স্পষ্ট করে দেব বলে জানান নবাব মালিক।
বিজেপির তরফে রবিবার তেমন কোন বড় বয়ান না এলেও বিজেপি শিবিরের খবর, দল আশা করছে ৫ নভেম্বরের ভেতরে শিবসেনা ফের আলোচনা করতে পারে। কারণ, ততদিনে কংগ্রেস ও এনসিপি তাদের ভূমিকা স্পষ্ট করে দিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.