Header Ads

লোকসভা আর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট পেতে ৮২০ কোটি টাকা খরচ কংগ্রেসের


বিশ্বদেব চট্টোপাধ্যায়

লোকসভা আর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট 
পেতে  ৮২০ কোটি টাকা খরচ করেছে কংগ্রেস !!
ফাণ্ডের সমস্যায় ভোগা কংগ্রেস দল লোকসভা নির্বাচন ২০১৯   আর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ৮২০ কোটি টাকা খরচ করেছে। এই তথ্য স্বয়ং কংগ্রেস দল থেকে নির্বাচন কমিশনকে একটি রিপোর্টে জানিয়েছে। মিডিয়া এবং নির্বাচন আয়োগের সুত্র থেকে এই তথ্য সামনে এসেছে।
সুত্র অনুযায়ী, কংগ্রেস নির্বাচন কমিশনকে পেশ করা রিপোর্টে জানিয়েছে যে, ২০১৪’র তুলনায় ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস ৩০০ কোটি টাকা বেশি খরচ করেছে। লোকসভা নির্বাচনের সময় ৮৫৬ কোটি টাকা নগদ আর চেকের মাধ্যমে চাঁদা পেয়েছে কংগ্রেস পার্টি। দেখার বিষয় হল, ২০১৮ থেকে ২০১৯-এ কংগ্রেস ১২৬ কোটি টাকা ফান্ড যোগার করেছিল, কংগ্রেস পাবলিসিটির জন্য ৬২৬ কোটি আর প্রার্থীর পিছনে ১৯৪ কোটি টাকা খরচ করেছে !
আর ৮৬ কোটি টাকা লোকসভা নির্বাচনের সময় হাওয়াই সফর, প্রার্থী আর স্টার প্রচারকদের পিছনে খরচ করা হয়েছে। আরেকদিকে রাহুল গান্ধী নির্বাচনের সময় হাওয়াই সফরে ৪০ কোটি টাকা খরচ করেছেন। যদিও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি  এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন ২০১৯-এ হওয়া খরচের হিসেব দেয়নি। সম্প্রতি কংগ্রেস এই রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.