Header Ads

বাংলাদেশের বিরুদ্ধে চমকপ্ৰদ প্ৰদৰ্শন মায়ঙ্ক আগরওয়ালের, ৩ টে শতরান সংগ্ৰহ করেছেন মায়াঙ্ক

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নজির গড়লেন মায়াঙ্ক আগরওয়াল। গত বছর টেস্ট ক্ৰিকেটে অভিষেক ঘটেছিল প্ৰতিভাবান খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়ালের। সৰ্বমোট ৮ টা ইনিংস খেলে ৩ টে শতরাণ সংগ্ৰহ করেছেন মায়াঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে চলা টেস্টে সেঞ্চুরি করেন প্ৰতিভাবান এই খেলোয়াড়।
মায়াঙ্কের এই সেঞ্চুরির ইনিংসে রয়েছে ১৫ টি চার সমেত একটি সিক্সার। 

 ছবি, সৌঃ ইন্টারনেট
মায়াঙ্ক ও অজিঙ্ক রাহানে মিলে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে গেছেন। ৮৬ রান করে মায়াঙ্ককে যোগ্য সঙ্গত দেন অজিঙ্ক রাহানে। দুজনে মিলে চতুৰ্থ উইকেটে তোলেন ১৯০ রান।  শেষ পৰ্যন্ত ভারতের রান যখন ৪৩২ তখন ব্যক্তিগত ২৪৩ রানে মেহেদি হাসানের বলে আউট হন মায়াঙ্ক। তবে তার আগে ভারতের প্ৰথম ইনিংসকে দাড় করইয়ে যান শক্ত ভিতের ওপর। দ্বিতীয় দিনের শেষে ভারতের প্ৰথম ইনিংসের রান ৬ উইকেটে ৪৯৩। বাংলাদেশের থেকে ৩৪৩ রানে এগিয়ে ভারত। ৬০ রানে ফিরে আসেন জাদেজা এবং ২৫ রানে উমেশ যাদব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.