Header Ads

পশ্চিমবঙ্গে উপ নিৰ্বাচনে ৩টি আসনেই জয়, তৃণমূলেই ভরসা বাংলার মানুষের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

অবশেষে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণাই সত্যি হল। বিভিন্ন ইস্যুর মধ্যে অন্যতম এনআরসি ইস্যুই ডোবাল বিজেপিকে। যদিও কেন্দ্ৰে এখনও শক্ত রয়েছে বিজেপির ভিত। লোকসভা ভোটের পর উপনিৰ্বাচনের ফল ফিরিয়ে দিল তৃণমূল কংগ্ৰেসের হারানো শক্তিকে। তিনটি আসনেই জয় পেল পশ্চিমবঙ্গের শাসক দল। তার মধ্যে কালিয়াগঞ্জ ও খড়গপুরে এই প্ৰথমবার ফুটল তৃণমূলের ঘাসফুল। রাজ্যের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে মা, মাটি, মানুষের জয় বলে উল্লেখ করেছেন। সাধারণ মানুষের জন্য দলকে আরও নরম হয়ে কাজ করতে হবে বলে সংবাদ মাধ্যমে বলেছেন তিনি। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। গণতন্ত্ৰে জনতার আশীৰ্বাদ শুভকামনাই শেষ কথা বলে। তিনটি আসনেই তাঁরা জিতিয়েছেন তৃণমূলকে। দেশভাগ, জাতিভাগ, সংস্কৃতির ওপরে অত্যাচার চলছে। সেই সময় এটা জনতার ঐতিহাসিক সিদ্ধান্ত। এমনটাই উল্লেখ করেছেন তিনি।  

ছবি, সৌঃ ইন্টারনেট
খড়গপুরে দিলীপের গড়ে বিজেপিকে ২০৮৫৩ ভোটে হারিয়ে দিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের তুলনায় প্ৰায় ৬৬ হাজার ভোট পুনরুদ্ধার করেছে তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভা আসনে ২৪১৪ ভোটে জিতেছে তৃণমূল। লোকসভা ভোটের তৃলনায় প্ৰায় ৬০ হাজার ভোট পুনরুদ্ধার করেছে ঘাসফুল। ভোটের দিন বিজেপি প্ৰাৰ্থী জয় প্ৰকাশ মজুমদারের ওপর আক্ৰমণের ঘটনায় সংবাদ শিরোনামে এসেছিল নদিয়ার করিমপুর। বাংলাদেশ সীমান্তবৰ্তী সেই করিমপুর বিধানসভা আসনে লোকসভা ভোটের তুলনায় প্ৰায় ১০ হাজার বাড়তি ভোট এসেছে তৃণমূলের শিবিরে।
মাত্ৰ ছ’ মাস আগের ছবিটাই পাল্টে গেল তিন কেন্দ্ৰের উপনিৰ্বাচনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.