১০০% হার নিশ্চিত ! তবু অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন জমা দেবে জমিয়ত উলেমায়ে হিন্দ !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেবে জমিয়ত উলেমায়ে হিন্দ। মৌলনা আরশাদ মাদানি রবিবার বোর্ড মিটিং-এর পর জানিয়েছেন, জয়ের আশা না থাকলেও রিভিউ পিটিশন দাখিল করবেন তারা।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন মৌলনা আরশাদ মাদানি। সেই বৈঠক থেকে বেরিয়ে আসার সময় তিনি বলেন, তাঁরা আগে থেকেই ১০০ শতাংশ নিশ্চিত যে তাদের আবেদন খারিজ করে দেওয়া হবে। তবুও রিভিউ পিটিশন দাখিল করবেন তাঁরা।
অযোধ্যা নিয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানে তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মৌলনা ওয়ালি রহমানির সঙ্গে কথা বলেন।
খবর অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অপর কর্তা জাফরইয়াব জিলানি বলেছেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বোধগম্য নয়। তাই তার রিভিউ-এর আবেদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৌলনা আরশাদ মাদানি বলেছেন জমিয়ত প্রমাণের ওপর নির্ভর করে সুপ্রিম কোর্ট অযোধ্যার যে রায় দিয়েছে তাকে শ্রদ্ধা করে। যদিও তিনি বলেছেন, রায় বোধগম্য নয়।
অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগেই ৩ নভেম্বর দেশের বিভিন্ন মুসলিম সংগঠন বৈঠকে বসেছিল। সেই বৈঠকে মুসলিম বুদ্ধিজীবীরাও হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট যে রায় দেবে তাকে শ্রদ্ধা জানানো হবে।
এদিকে অযোধ্যা নিয়ে স্ববিরোধ তৈরি হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে। যার জেরে বৈঠক এড়িয়ে গিয়েছেন বোর্ডের সভাপতি নাদভি। রবিবার অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানে পরে ঠিক হয়েছে তারা রিভিউ পিটিশন দাখিল করবে।









কোন মন্তব্য নেই