ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল, দায়িত্ব বাড়তে পারে সুব্রতর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
এগিয়ে আসছে পুরভোট। বিধানসভা ভোটের আগে এই নির্বাচনেই অ্যাসিড টেস্ট হবে তৃণমূল কংগ্রেসের। তাই কাজে কোনও ত্রুটি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই আগামিকাল ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে এই রদবদলে কাউকে যুক্ত করা হচ্ছে না। বেশ কয়েকজন মন্ত্রীর দফতর অদলত বদল করা হতে পারে বলে বিশেষ সূত্রে খবর। সোমবারই এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও, ব্রাত্য বসু এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এই দফতর বদলের আওতায় আসতে পারেন বলে সূত্রের খবর।
খবর অনুযায়ী, সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে চলে যেতে পারে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। সেটি দেওয়া হতে পারে শান্তিরাম মাহাতর হাতে। আগেই এই দফতরটি তাঁর হাতেই ছিল। তবে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে থাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব আগের মতোই তাঁর হাতেই থাকবে বলে জানা গিয়েছে।
বিদ্যুৎ দফতরের সঙ্গেই অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই দফতরটি সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হতে পারে।
বিজ্ঞান ও জৈব প্রযুক্তির সঙ্গে বন দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন ব্রাত্য বসু। তাঁর হাত থেকে বন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে।
সূত্রের খবর অনুযায়ী, রাজীবের হাত থেকে যেতে পারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব। উত্তরবঙ্গের দফতর বিহীন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে দেওয়া হতে পারে সেই দায়িত্ব।









কোন মন্তব্য নেই