Header Ads

পূর্ণিমার রাতে তাজমহল দেখার নতুন ভিউপয়েন্ট, পর্যটকদের জন্য খুলে গেল দরজা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

জ্যোৎস্নালোকে তাজ মহল েদখার নতুন সুযোগ করে দিল উত্তর প্রদেশ সরকার। নতুন করে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট। যেখান থেকে ভোরবেলা এবং রাতে তাজ মহলের শোভা দেখতে পারবেন পর্যটকরা। শনিবার আগ্রায় এই নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করেন গিরিরাজ সিং ধর্মেশ। মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে সেটির।

আগ্রা উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈর্ এই ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য রাখা হয়েছে একেবারেই নগন্য। মাত্র ২০ টাকার টিকিট কেটে এখানে তিন ঘণ্টা থাকতে পারবে পর্যটকরা। সকাল ৭টা থেকে ১০টা এবং রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট।
আগ্রা উন্নয়ন পর্যদের এই উদ্যোগে খুশি বিদেশি পর্যটকরাও। পূর্ণিমার রাতে তাজমহল দেখার আগ্রহ সব পর্যটকদের মধ্যেই থাকে। এতো স্বল্প মূল্যে সেই সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। তাজমহলের পরিবেশ দূষণ মুক্ত রাখতে কয়েকদিন আগেই দুটি এয়ার পিউরিফায়ার লাগানো হয়েছে। শীত পড়তেই পর্যটকের সংখ্যা বাড়তে থাকে তাজমহলে। যদিও সাড়া বছরই পর্যটকরা এখানে আনাগোনা করতে থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.