Header Ads

গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে ১০ বছর পর ছাড়া পেলেন ইউএনএলএফ চেয়ারম্যান রাজকুমার মেঘেন

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : দশবছর পর গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেলেন মণিপুরের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর চেয়ারম্যান রাজকুমার মেঘেন ওরফে সানাইয়ামা। এনআইএ ২০১০ সালে মেঘেনকে আটক করেছিল। ১৯৪৫ সালে ইউএনএলএফ গঠন করেছিলেন তিনি। ২০১০ সালে বিহারের মতিহারি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
জেলের বাইরে রাজকুমার মেঘেনের ছেলে ও তার আইনজীবী উপস্থিত ছিলেন। সোমবার তার মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছোনোর কথা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.