Header Ads

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ প্রদূষনের বার্তা দিতে পথে নামল এক ঝাঁক তরুণ তরুণী




দেবযানী পাটিকর 

বিশ্বজুড়ে তাপমান বৃদ্ধি ও পরিবেশ প্ৰদূষণের ফলাফল যে ভবিষ্যতে কি ভয়ানক হতে পারে এই বার্তা দিতে পথে নামল।নগরের  এক ঝাঁক তরুণ তরুণী। জলবায়ু পরিবর্তনে কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বিশ্ববাসী। কারণ বিশ্বে অভাবনীয়ভাবে বাড়ছে তাপমান এই বার্তা পৌঁছে দেবার জন্য গুয়াহাটির কিছু তরুণ-তরুণী বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে হাতে হাতে প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে  লোকেদের সচেতন করার কাজ করে চলেছে।



 এ প্রসঙ্গে এদের মধ্যে শির্ষেন্দু শেখর দাস নামের এক যুবক বলে যে তারা ভবিষ্যতে লোকদের সচেতন করার জন্য কাজ করে যাবে এবং তাদের সাথে যে কেউ যোগদান করতে পারে। ইতিমধ্যে নবীন প্রজন্মের অনেক  যুবক যুবতী ও ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে লোকেদের সচেতন করার চেষ্টা করে চলছে। যখন বেশিরভাগ ছেলেমেয়েরা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে আর নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সেই সময়ে এই শহরের বুকে কিছু  যুবক-যুবতীর এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.