Header Ads

লামডিংয়ে ২৭ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় হত এক যুবক

স্বপন দাস, লামডিংঃ লামডিংয়ে ২৭নং রাষ্ট্ৰীয় পথে ভয়ংকর পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। AS02F5576 নম্বর পালছার বাইকে করে দুই বন্ধু বিয়ে বাড়ির পার্টি থেকে বাড়ির দিকে আসছিল । নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। 


নিহত  যুবক যোগীজানের চাউতল বস্তির সমীর বিশ্বাস বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন হোজাইয়ের হোমেন ছেত্রী বলে আরেক জন। তাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। লামডিং থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

No comments

Powered by Blogger.