শিবসেনা বেরিয়ে আসতে পারে এনডিএ ছেড়ে
নয়া ঠাহর প্রতিবেদন : সম্ভাবনা একটা অবশ্যই তৈরি হচ্ছে যে শেষমেষ শিবসেনা ছাড়তে পারে এনডিএ। আগামী সোমবার সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশনের আগে এনডিএ বৈঠকে যোগ দেবে না শিবসেনা। এই আগাম বৈঠকে শিবসেনা যোগ না দেওয়াতেই শুরু হয়েছে জল্পনা।
মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা, সেনা শিবিরের দাবি মতো ৫০-৫০ ফর্মুলা মেনে সরকার গড়তে না পারায় কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বেরিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সভায় থাকা শিবসেনার একমাত্র প্রতিনিধি। শিবসেনার দাবি মতো মুখ্যমন্ত্রীর দাবি ছাড়তে রাজি হয়নি বিজেপি। আর একদম হালে মহারাষ্ট্রে সরকার গড়তে যত কাছাকাছি আসছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস, তাতে মনে হচ্ছে হয়তো সেনা শিবির ছাড়তে পারে এনডিএ। শনিবার শিবসেনার মুখপত্র 'সামনা'-তেও কড়া সমালোচনা করা হয়েছে বিজেপির।
কোন মন্তব্য নেই