Header Ads

বিধানসভা অধিবেশন এ মহাত্মা গান্ধী কে নিয়ে দিনভর বিশেষ আলোচনা, এনআরসি ছুট ১৯ লাখের জাতিগত সংখ্যা জানাবে সরকার




অমল গুপ্ত,গুয়াহাটি।

অসম বিধানসভার শীত    কালীন অধিবেশন  এর সঙ্গে এক দিন জাতির পিতা  মহাত্মা    গান্ধীর ১৫০  তম জন্ম জয়ন্তী  উপলক্ষ্যে  বিশেষ   অধিবেশন বসবে।   ৬ ডিসেম্বর এক বিশেষ দিন    ঐতিহাসিক বাবরি  মসজিদ ধ্বংসের দিনে   মহাত্মা গান্ধীর  জীবনের  বাণী  বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে  ঐক্য, সম্প্রীতি ,  অখণ্ডতা  নিয়ে বিধায়ক রা আলোচনা করবেন। বিধানসভার  প্রধান  সচিব এম কে ডেকা  আজ এই   বিশেষ  অধিবেশনে র কথা জানান। বিধানসভা র   অন্তিমদিনে  দিন ভোর আলোচণা হবে।  ৫ ডিসেম্বর এর দিনটিও   দৈনন্দিন  বিষয় নিয়ে আলোচনা  বাদ দিয়ে  বিধানসভা র  অধ্যক্ষর নিজের  পছন্দের  বিষয় নিয়ে আলোচনা হবে।  যা  স্পিকার্স ইনিশিয়েটিভ বলে পরিচিত। প্রধান  সচিব জানান ,২৮ নভেম্বর অধিবেশনে র প্রথম দিন রাতাবাড়ি, জনিয়া, সোনারি ,এবং রাঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী  সদস্য দের   শপথ বাক্য পাঠ  করাবেন  অধ্যক্ষ   হীতে ন্দ্র নাথ গোস্বামী। তারপর  প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। বিধানসভা র  কায্যকাল হবে ৫ দিন।   এই  অধিবেশনে  সরকার এন আর  সি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের  জাতিগত  পরিচয় তুলে ধরবে।  এনআর সি   সমন্বয়ক প্রতীক হাজেলা   সরে   দাঁড়ানোর পর সব নথি সরকারে হাতে   এসে   গেছে। সরকারের  সূত্র জানান,  এন আর সি ছুট  বাঙলি হিন্দুর সংখ্যা ৫ লাখের  বেশি হবে না। বরাক উপত্যকায় প্রায় ২ লাখ বাঙলি হিন্দুর নাম বাদ গেছে।  তাদের রক্ষা করতে  কেন্দ্র নতুন মডেলের  নাগরিক  সংশোধনী বিল আনছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.