Header Ads

শিলচরে সড়ক দুর্ঘটনায় ২ যুবতীর মৃত্যুতে ধুন্ধুমার পরিস্থিতি

নয়া ঠাহর প্রতিবেদন : শিলচর শহরে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। গাড়ি ভাঙচুর, মৃতদেহ সৎকার নিয়ে গণ্ডগোল সব মিলিয়ে এক ধুন্ধুমার পরিস্থিতি। বাধ্য হয়ে পুলিশকে ১৪৪ ধারা জারি করতে হয়েছে। সাংসদ রাজদীপ রায়, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, বিজেপি বিধায়ক দিলীপ পাল প্রমুখকে পরিস্থিতি  নিয়ন্ত্রণে মাঠে নামতে হয়েছে। 
সোনালী দাস ও পম্পি দে দুই অল্প বয়সী মেয়ে শিলচরের মেহেরপুরে ট্রাক চাপায় নিহত হন। ঘাতক ট্রাকটির চালক রাজকুমার দাস ও হ্যান্ডিমান প্রসন্ন রামপিয়ারীকে গ্রেফতার করা  হয়েছে। তারা বেআইনিভাবে ট্রাকে পোস্ত বোঝাই করে নিয়ে যাচ্ছিল। ট্রাকটি কালীপুজোর ভাসানের ভিরে ঢুকে কয়েকজনকে চাপা দেয়। বরাক উপত্যকার কয়লা, সিমেন্ট, সুপারি সার সিন্ডিকেটের পর যুক্ত হলো পোস্ত সিন্ডিকেট। 
বরাকের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গতকাল সাংবাদিক সম্মেলনে অভিযোগের সুরে বলেন, বিজেপির ১২ জন বিধায়ক সিন্ডিকেট চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে বসে আছেন। বরাকে আগে এক'দের হাজার টাকা  ট্রাক পিছু কমিশন নেওয়া হত, এখন কমকরে এক লাখ টাকা   নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.