Header Ads

৪ নভেম্বর থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয়ের কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে

 বিপ্লব দেব, হাফলংঃ বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে এবার নতুন নিয়ম শুরু হতে চলেছে। আগামী ৪ নভেম্বর থেকে উত্তর কাছাড় পার্বত্য সচিবালয়ের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কর্মীরা নিজেদের পরম্পরাগত পোষাক পরিধান করে কার্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতি মাসের সোমবার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কর্মী সহ পরিষদের সিইএম ইএম চেয়ারপার্সন সবাইকে নিজ নিজ জনগোষ্ঠীয় পরম্পরাগত পোষাক পড়ে কার্যালয়ে আসতে হবে। 

গত ২৯ অক্টোবর বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমর্মে বৃহষ্পতিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব এক নির্দেশে উল্লেখ করে আগামী চার অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে আর এ ক্ষেত্রে যদি কোন কর্মী নিজ নিজ জনগোষ্ঠীর পরম্পরাগত পোষাক না পড়ে কার্যালয়ে আসেন তাহলে ওই কর্মীর ১ মাসের বেতন কর্তন করা হবে এই নিয়ম পার্বত্য পরিষদের সিইএম চেয়ারপার্সন ইএমস ও পরিষদের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। শুধু পরিষদ সচিবালয়ের কর্মীরা নয় এই নিয়ম পার্বত্য পরিষদের অধীনে থাকা বিভিন্ন সরকারি কার্যলয়ের কর্মীদের ক্ষেত্রে ও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.