Header Ads

অসমবাসীদের আবেগ নিয়ে খেলার অভিযোগ, এনআরসি কোঅৰ্ডিনেটর প্ৰতীক হাজেলার বিরুদ্ধে তোপ রাজ্য বিজেপির

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভুল এনআরসি তৈরি করে অসমবাসীদের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি বলেন- এনআরসিতে খরচ হওয়া ১৬০০ কোটি টাকা কীভাবে খরচ হল তার হিসেব না দিয়ে এনআরসি কোঅৰ্ডিনেটরকে বদলি করা উচিত হয়নি। 
ছবি, সৌঃ ইন্টারনেট
শুক্ৰবার এনআরসি তৈরির দায়িত্বে থাকা আধিকারিক প্ৰতীক হাজেলাকে মধ্যপ্ৰদেশে বদলির নিৰ্দেশ দিয়েছে সুপ্ৰিম কোৰ্ট। তার পরই হাজেলার বিরুদ্ধে তোপ দাগল রাজ্য বিজেপি।  সুপ্ৰিম কোৰ্টে বিষয়টি তোলার জন্য রাজ্য এবং কেন্দ্ৰীয় সরকারকে আবেদন জানিয়েছে অসম বিজেপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.