Header Ads

প্রজেকক্সেল ফাউন্ডেশনের দ্বারা আয়োজিত অল ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ও ফোক ডান্স উৎসব সম্পন্ন



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। নগরের বেসরকারী সংগঠন (এনজিও) প্রজেকক্সেল ফাউন্ডেশন এর দ্বারা আয়োজিত অল ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল ও ফোক ডান্স উৎসবের আয়োজন করা হয় লায়ন্স ক্লাবের আই হাসপাতালের প্রেক্ষাগৃহে। নতুন প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যের প্রতি উৎসাহ ও তাদের একটা প্লাটফর্ম প্রদান করার উদ্দেশ্যেই এ উৎসবের আয়োজন করা হয় ।উল্লেখনীয় যে ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রীয় নৃত্যের একটি বিশেষ ভূমিকা  রয়েছে। ভারতের শাস্ত্রীয় নৃত্যের পরম্পরা অনেক প্রাচীন ।এই নৃত্য উৎসবের সমগ্র দেশের থেকে প্রায় ৮০ জন শিল্পীরা অংশগ্রহণ করে।



এতে  একক ও দলীয় নৃত্য প্রদর্শন করে শিল্পীরা।এই নৃত্য উৎসবকে "ভারতীয় নৃত্য উৎসব " নামাঙ্করন করা হয়। এতে , কত্থক, ভারতনাট্যম ,ওডিসি,বিহু, সাঁওতালি নৃত্য শৈলীর প্রদর্শন করা হয়। তবে এই নৃত্য উৎসবের বিশেষ আকর্ষণ  ছিল বরাকের শিল্পীদের দ্বারা নৃত্যের নতুন শৈলী গৌডিয়া নৃত্যের সুন্দর প্রদর্শন।এই নৃত্য উৎসবের ডাইরেক্টর ছিলেন  সীমা পুরকায়স্থ রায়।এই উৎসবে  কথক গুরু বিজয় পন্ডিত শ্রীবাস্তব ভারতনাট্যম গুরুর নিবেদিতা তরফদার, ওডিসি গুরু অঞ্জনা শইকিয়া,ও অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি তথা সাংবাদিক দেবযানী পাটিকারের সাথে  অনেক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.