Header Ads

সবুজ বাঁচাতে ‘গ্ৰীন ওয়াল’ তৈরি করছে মোদী সরকার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সবুজ ফিরিয়ে আনতে ‘গ্ৰীন ওয়াল’ তৈরি করছে কেন্দ্ৰের বিজেপি সরকার। ভূমিস্খলন এবং ধুলো ঝড় আটকাতে ১৪০০ কিলোমিটার লম্বা সবুজ দেওয়াল তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্ৰ। তবে এই পরিকল্পনা একেবারে প্ৰাথমিক পৰ্যায়ে রয়েছে। গুজরাটের পোরবন্দর থেকে হরিয়ানার পানিপথ পৰ্যন্ত এই সবুজ দেওয়াল তৈরি হবে। পাঁচ কিলোমিটার চওড়া হবে এই দেওয়ালটি। গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লির এই সবুজ দেওয়াল ভূমি ক্ষয় রুখতে সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

 প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
এর প্ৰভাব পড়বে আরাবলি পৰ্বতেও। এরফলে ২৬ লক্ষ হেক্টর ভূমিক্ষয় রোধ করা যাবে। ২০৩০ এর মধ্যে এই পরিকল্পনা শেষ করা হবে বলে মনে করা হচ্ছে। আফ্ৰিকার সেনেগলে এইভাবেই সবুজ দেওয়াল তৈরি করা হয়েছে। সেখান থেকেই এই আইডিয়া নেওয়া হয়েছে। প্ৰত্যেক বছরই দিল্লি হরিয়ানায় ধুলো ঝড় ওঠে। যার ফল মারাত্মক হতে পারে। ইসরো এ বিষয়ে আগেই সাবধান করে দিয়েছে বলে জানা গিয়েছে। মরুভূমির আকার নিতে পারে দিল্লি হরিয়ানা। তা ঠেকাতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জল্পনা। পোরবন্দর থেকে পানিপথের এই সবুজ দেওয়াল তৈরি হলে শুধু ভূমিক্ষয় নয় অক্সিজেনের যোগানও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশ বাঁচাতে এধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অনেকেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.