Header Ads

দুৰ্গোৎসবে গত চার দিনে অসমের কামরূপ (মেট্ৰো)য় ১৯ টি পথ দুৰ্ঘটনা ঘটেছে

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দুৰ্গোৎসবে বেপড়োয়াভাবে গাড়ি চালানোর ফলে  গত চার দিনে কামরূপ (মেট্ৰো)য় ১৯ টি পথ দুৰ্ঘটনা ঘটেছে। ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা সূত্ৰে এই খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি দুৰ্ঘটনা ঘটেছে দশমীর দিন অৰ্থাৎ মঙ্গলবার।
 
 ছবি, সৌঃ ইন্টারনেট
 কামরূপ জেলার ভেতরের দিকে নগাঁও, দরঙ, গোলাঘাট এলাকায় অন্তত পক্ষে ৮৫টি দুৰ্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এই কয়দিনে গোটা অসমে মোট ৫৫০ টি পথ দুৰ্ঘটনার খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে মাত্ৰ ১৫৬ টি ঘটনাস্থলেই যেতে পেরেছে মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা।  


No comments

Powered by Blogger.