Header Ads

রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর দিপাবলীর শুভেচ্ছা, বাজি নয় মাটির প্রদীপ জ্বালানোর আহ্বান


অমল গুপ্ত, গুয়াহাটি : দীপাবলি, কালীপূজাতে পরিবেশ দূষিত হয় এমন বাজি-পটকা না ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমের কাছে এই আহ্বান জানিয়ে বলেন, 'দীপাবলি আলোর উৎসব। এই আনন্দ উৎসবে এমন বাজি ব্যবহার করা উচিত নয়, যার ফলে পরিবেশ দূষিত হয়। বায়ুমন্ডলের ক্ষতি হয়। মাটির প্রদীপ ব্যবহার করা উচিত। পরিবেশ ধ্বংসকারী বাজি ব্যবহার না করাই ভালো।' রাজ্যপাল জগদীশ মুখীও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দীপাবলি ও কালীপূজার।
এদিকে, বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বাজি-পটকার সঙ্গে জোড় কদমে চলে বেআইনি জুয়ার আসর। লাগাম ছাড়া মদ ভাঙার সেবন চলে। অনেক ক্ষেত্রে পুলিশ হাত গুটিয়ে বসে থাকে বলে একাধিক অভিযোগ প্রতিবছরই ওঠে। গুয়াহাটি জেলা প্রশাসন মাত্র ২১টি জায়গায় বাজি-পটকা বিক্রির অনুমতি দিয়েছে। ২৪ ঘন্টা পাহাড়ার ব্যবস্থা ছাড়াও ৫টি টাস্কফোর্স গঠন করেছে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.