Header Ads

ঐতিহাসিক আজানপির দরগায় ১৫ দিনে দু'বার কয়েক লক্ষ টাকা চুরি

নয়া ঠাহর প্রতিবেদন : অসমের ঐতিহাসিক শিবসাগরের আজনপির দরগা সারা দেশে সমাদৃত। শ্রদ্ধার স্থান এই দরগার উন্নয়নে অসম সরকার ৫০কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। অত্যন্ত লজ্জা ও পরিতাপের কথা, গত ১৫ দিনের মধ্যে দরগার দানপাত্র ভেঙে কয়েক লক্ষ টাকা চুরি হয়েছে। এই দরগার দেখভালের জন্য মাত্র একজন নিরাপত্তারক্ষী রয়েছেন।তাও আবার নিরস্ত্র। তবে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ রয়েছে অঞ্চলবাসীর মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.