Header Ads

মেঘালয়ার শেলা বিধানসভা কেন্দ্রে বিকেল পাঁচটা অবধি ভোট পড়ল ৭৯.৮৩ শতাংশ

ননী গোপাল ঘোষ, শিলং : মেঘালয়ার শেলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল পাঁচটা অবধি ভোট পড়ল ৭৯.৮৩ শতাংশ।
সকাল সাতটা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। শেলার মোট ভোটার ২৯,৭৬৩ জন। মোট ৫৮-টি পোলিং স্টেশন রয়েছে, এর মধ্যে পাঁচটি গ্রীণ পোলিং স্টেশন আর একটি সম্পূর্ণ মহিলা চালিত পোলিং স্টেশন। কিছু পোলিং স্টেশন অত্যন্ত প্রত্যন্ত এলাকায় থাকার জেরে ভোটকর্মীরা নৌকায় করে ও পায়ে হেঁটে পৌঁছেছেন ভোট কেন্দ্রে।
প্রাক্তন বিধানসভা অধ্যক্ষ ডাঃ ডনকুপার রয়ের আকস্মিক মৃত্যুর জেরে শেলার উপনির্বাচন। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ছয় প্রার্থী। ইউডিপি-র প্রার্থী প্রয়াত ডাঃ ডনকুপারের ছেলে বালাজিয়েদ কুপার সিনরেম , কংগ্রেস প্রার্থী বাতেংশাইন রাইগ্না, পিডিএফ -এর মসজো রকফেলার ওয়ানসেট, বিজেপির জোসূয়া ওয়ারজ্রি ও দুই নির্দল গ্রেস মেরি খারপুরি ও কমেন লাইতমন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.