Header Ads

এবারে ভারত-পাক ডাক পরিষেবাও বন্ধ করে দিল পাকিস্তান

ননী গোপাল ঘোষ : জম্মু - কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর একতরফা সিদ্ধান্ত নিয়ে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে রেল পরিষেবা, আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা, ব্যবসায়ীক লেনদেন বন্ধ করেছে পাকিস্তান। এর উপর রয়েছে প্রায় প্রতিদিন সীমান্তে গুলি চালনা। পাকিস্তানের জঙ্গিদের আন্তর্জাতিক সীমান্ত পার করিয়ে ভারতে ঢুকিয়ে নাশকতা চালানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান। এর জেরে গত রবিবার পাক অধিকৃত কাশ্মীরের নীলমণি উপত্যকায় থাকা জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত।
এবারে , ভারতকে কিছু না জানিয়েই দুই দেশের মধ্যে চলা ডাক পরিষেবা বন্ধ করে দিল পাকিস্তান। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এক সাংবাদিক সন্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, পাকিস্তান দুই দেশের  মধ্যে ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিষেবা বন্ধের আগে ভারতকে কিছুই জানায়নি পাকিস্তান। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ডাক পরিষেবা চুক্তির পরিপন্থী । চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই বিষয়টি আন্তর্জাতিক মহলে তোলা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.