Header Ads

হরিয়ানার তিন নির্দল বিধায়ক দেখা করলেন বিজেপির কার্যবাহী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে, বিজেপিকে সমর্থনের আশ্বাস

ননী গোপাল ঘোষ : হরিয়ানার তিন নির্দল বিধায়ক বিজেপির কার্যবাহী সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গিয়ে নাড্ডার সঙ্গে দেখা করলেন। বিজেপি নেতা  জওহর যাদব জানিয়েছেন, তিন বিধায়কই বিজেপিকে সমর্থন করবেন। তিন নির্দল হলেন, ধর্মপাল গোনডান, সোমবির সাঙ্গওয়ান ও নয়নপাল রাওয়াত।
জওহর যাদব আরো বলেন যে, এই তিন নির্দল বিধায়ক জেপি নাড্ডার বাড়িতে হাজির  হয়েছেন বিজেপি সরকারকে সমর্থনের কথা জানাতে। যাদব নিজেও এই বিধায়কদের সঙ্গে ছিলেন। বাদশাপুর থেকে জেতা আরেক নির্দল রাকেশ দওলতাবাদও নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে জানান জওহর যাদব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.