Header Ads

উত্তর ভারতীয় সংস্কৃতিতে আকৃষ্ট উত্তর-পূর্ব, আজ ধনতেরস, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দোকানে -দোকানে উপচে পড়া ভীড়



দেবযানী পাটিকার

 আজ কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী তে পালিত হচ্ছে ধনতেরস উৎসব। পাঁচদিনব্যাপী দীপাবলী উৎসবের সূচনা হয় ধনতেরস দিয়ে।ধন শব্দের অর্থ সম্পদ এবং তেরস শব্দের অর্থ  তের । ধনতেরস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব তবে এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই দিন শ্রী ও সম্পদের দেবী মহা লক্ষ্মীর আরাধনা করার নিয়ম রয়েছে ।প্রচলিত বিশ্বাস  উৎসবের প্রথম দিনে ধনতেরসে সোনারুপা কিনলে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্র থেকে উঠে এসেছিল ধন-সম্পদের দেবী লক্ষী। তাই এই তিথির নাম ধনতেরস বা ধন ত্রয়োদশী। এই দিনে   সমুদ্র মন্থনে উঠে এসেছিলেন দেব চিকিৎসক ধন্বন্তরিও। ধনতেরসে এদিন ধন লাভের জন্য যেমন লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় তেমনি রোগমুক্ত থাকার জন্য ধন্বন্তরি পূজা করা হয় । কার্তিক মাসের অমাবস্যা উত্তর-পূর্বাঞ্চলের সাজে আলোর মালাতে ।এখানে দীপাবলীর অর্থ অন্য অন্ধকারের ওপর আলোর জয় অর্থাৎ অশুভ শক্তির উপর শুভ শক্তির অর্থাৎ অজ্ঞানতা থেকে জ্ঞানের উত্তরণেরগুরুত্ব এখানে বেশি ।
 গুপ্ত পঞ্জিকা মতে  ত্রয়োদশী তিথির শুরু হবে ৭ কার্তিক ১৪২৬ শুক্রবার ।ইংরাজীর ২৫/১০/১৯।সময়।বিকেল ৪টা ১৪ মিনিট থেকে।এই ত্রয়োদশী তিথি শেষ হবে বাংলা তারিখ ৮ কার্তিক ১৪২৬ শনিবার ইংরেজী ২৬/১০/১৯ ।সময় দুপুর ২/০১মিনিট পর্যন্ত  থাকবে ।ধন তেরসে কেনাকাটা করার শুভ সময় সন্ধ্যা ৭/৮মিনিট থেকে রাত ৮/২২মিনিট পর্যন্ত সময় শুভ।
ধনতেরসে প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও সকাল থেকেই প্রতিটি সোনার দোকানে গ্রাহকের ভীড় পরিলক্ষিত হয়েছে। সোনা-রুপার পাশাপাশি রীতি রয়েছে বাসন কেনার। সুতরাং বিভিন্ন বাসন পত্র এবং ইলেকট্রনিক্স এর দোকানে সকাল থেকেই ভীড় ।ওদিকে সকাল থেকেই আকাশের মুখ ভার ঝিরঝির বৃষ্টি তা সত্বেও নগরের  বিভিন্ন দোকানের সামনে ভীড় দেখা  গেছে।সোনা রুপা বাসন ইলেকট্রনিক্স দোকানের সামনে ভীড়।সবাই কিছু না কিছু কেনাকাটা করছে।  মা কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষী করেন ধনের বৃদ্ধি।তাই  দীপাবলীর দুদিন আগে থেকে শুরু হয় ধনতেরস। শুরু হয় দীপান্বিতা উৎসবের। ওদিকে ঝালুকবাড়ি স্থিত আয়ুর্বেদিক কলেজ ধন্বন্তরি পূজার আয়োজন করা হয় ।দুই দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের সাথে আয়োজন করা হয়েছে ধন্বন্তরির পূজা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.