Header Ads

২২ অক্টোবর পৰ্যটকদের জন্য খুলছে না অসমের পবিতরা অভয়ারন্যের গেট

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ২২ অক্টোবর পৰ্যটকদের জন্য অসমের পবিতরা অভয়ারন্যের গেট খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হল। তবে কী কারণে এবং কতদিন পৰ্যন্ত পিছিয়ে দেওয়া হল তা এখনও জানায়নি বন দফতর। অক্টোবরের শেষের দিকেই ঠিক এই সময় থেকেই অভয়ারন্যগুলিতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় করে। তা দেখতে দেশি বিদেশি পৰ্যটকরাও এসে ভিড় জমান। 
 ছবি, সৌঃ জিপ্লাস
এ বছর বন্যায় পবিতরা এবং আসে পাশের জায়গার যথেষ্ট ক্ষতি হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাজিরঙা জাতীয় উদ্যান এবং এর আশেপাশের এলাকা। বন্যায় ১৫০এর ও বেশি বন্য জীব জন্তুর মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.