Header Ads

উত্তর-পূর্বাঞ্চলের তীর্থযাত্রীদের নিয়ে দ্বিতীয়বার কাশ্মীরের বৈষ্ণ দেবীর উদ্দেশ্যে রওয়ানা হবে "ভারত দর্শন"




দেবযানী পাটিকার । হিন্দুদের অন্যতম তীর্থ স্থান মা বৈষ্ণোদেবীর মন্দির।এই মন্দিরের মার দর্শন পেলে নাকি জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূর্ন হয়ে যায়। জম্মু-কাশ্মীরের কাটরাতে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর হাজারো তীর্থ যাত্রী মাতা রানীর দর্শনের জন্য এই পৌঁছান।উত্তর পূর্বাঞ্চলের তীর্থ যাত্রী দের মাতা বৈষ্ণ দেবীর দর্শনের বিশেষ ব্যবস্থা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল।তীর্থ যাত্রীদের জন্য একটি বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে ।যেখানে তীর্থ যাত্রীদের নিয়ে কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরের উদ্দেশ্যে দ্বিতীয় বারের জন্য রওয়ানা হবে ভারত দর্শন নামের একটি বিশেষ ট্রেন।বৃহস্পতিবার।এই ট্রেনটি আগরতলা থেকে গুয়াহাটি হয়ে রওয়ানা হয়ে কাশ্মীরের বৈষ্ণ দেবী পর্যন্ত যাবে এই বিশেষ ট্রেনটি।তীর্থযাত্রীদের জন্য এই ট্রেনটিতে বিশেষ ভাবে ব্যবস্থা করা হয়েছে।এর যাত্রার জন্য তীর্থযাত্রী দের ১০ হাজার ৩শ ৯৫ টাকা জমা দিতে হবে।ট্রেনে যাত্রীদের নিঃ শুল্ক খাওয়া, চিকিৎসার ব্যবস্থা ওষুধ,ও চিকিৎসক থাকবে।এর সাথে মনোরঞ্জনের জন্য ভক্তিমূলক সংগীত ও বিকালে কীর্তনের ব্যবস্থাও করা হবে।ট্রেনের ভিতরে একটি মন্দিরের ব্যবস্হা করা হয়েছে।এ বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জন সম্পর্ক অধিকারী নৃপেন ভট্টাচার্য বলেন যে তীর্থ যাত্রীদের জন্য ৮০জন কর্মীদের নিযুক্ত করা হয়েছে।১০দিনের সফরে তীর্থ যাত্রীদের থাকার জন্য বিলাসী হোটেলের ব্যবস্থা করা হয়েছে।আগের থেকে টিকিট বুকিং করার জন্য অন লাইন ওয়েবসাইটে (www,irctctourism, com)খোলা হয়েছে।এছাড়াও নগরের আম বাড়িতে আইআরসিটির যে মুখ্য কার্যালয়ের সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবে।মোট ৭০০জন লোক এতে সফর করতে পারা এই বিশেষ ট্রেনেটি আগরতলা,বদরপুর, লামডিং, গুয়াহাটি, নিউ বঙ্গাইগাও ,কোচ বিহার,নিউ জলপাইগুড়ি, তে থামবে।নৃপেন  ভট্টাচার্য্য জানিয়েছেন তীর্থযাত্রী ছাড়া অন্য কেউ এতে সফল করতে পারবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.