Header Ads

রাজ্য থেকে বর্ষা বিদায়ে বিলম্ব ! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বদেব চট্টোপাধ্যায় : আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টাতেও বেশিরভাগ জায়গার ক্ষেত্রে এই আবহাওয়া বজায় থাকবে। তবে আবহাওয়া দফতরের তরফ থেকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এখনও উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.৬ কিমি ওপর থেকে ৪.৫ কিমি পর্যন্ত তা বিস্তৃত রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে শুরু করে আসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বিহার, উত্তরপ্রদেশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বীরভূমের কয়েকটি জায়গা এবং উত্তরবঙ্গে মালদ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হয়েছে। আর সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন ৫ জেলার কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। এপরের ২৪ ঘন্টাতেও চলতে পারে সেই রেশ। এছাড়া আট জেলার কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার সতর্কবার্তা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার ও বুধবার, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোনও কোনও জায়গায়। এছাড়াও, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায়।
এবার বর্ষা এরাজ্য থেকে দেরিতে বিদায় নিতে পারে। এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণভাবে ১ সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয় রাজস্থানের মরু অঞ্চলে। তারপর তা আস্তে আস্তে উত্তরভারত হয়ে আমাদের রাজ্যে আসে। অক্টোবরের আট থেকে দশ তারিখ নাগাদ আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার এখনও উত্তরভারতে বর্ষা বিদায় শুরু হয়নি। ফলে এবার রাজ্য থেকেই বর্ষা বিদায় দেরিতে হতে পারে।
বর্ষার শুরুর দিতে মাস ধরে কতটা করে ঘাটতি থাকছে তা জানা গিয়েছিল। এবার জানা যাচ্ছে সারা দেশে সেপ্টেম্বরে যা বৃষ্টি হয়েছে, তা সাধারণ গড়ের থেকে ৪৮ শতাংশ বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.