Header Ads

সাব্রুমের জনগনের প্রত্যাশা পূরন




নয়া ঠাহর প্রতিবেদন।সাব্রুমের জনগনের প্রত্যাশা পূরনের দিন বৃহস্পতিবার।বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাব্রুম আসল প্রথম যাত্রীবাহী রেল।অসংখ্য যাত্রী নিয়ে আসলো রেল।মহিলাদের উলুধ্বনি,মানুষের হাতের করতালির মাধ্যমে স্বাগত জানায় রেলকে।রেলের যাত্রী হিসাবে আগরতলা থেকে সাব্রুম আসেন রেল আন্দোলনের অন্যতম সৈনিক বিধায়ক সূদন দাস,এবং সঙ্গে ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী।

বুধবার থেকে সাব্রুমের বিভিন্ন এলাকায় কান পাতলে শোনা গিয়েছে আগামী কাল আসবে রেল।ফলে বৃহস্পতিবার দুপুর থেকে রেল স্টেশনে মানুষের ভীড় বাড়তে থাকে।অসংখ্য মানুষ এই ঐতিহাসিক সন্দিক্ষনের সাক্ষী হতে উপস্হিত হয় সাব্রুম রেল স্টেশনে।রেল স্টেশনে রাখা হয় ছোট একটি অনুষ্ঠান।অনুষ্ঠানে আলোচনা করেন জেলা শাসক দক্ষিন জেলা দেবপ্রিয় বর্ধন,মহকুমা শাসক সাব্রুম বিপ্লব দাস,রেলের বাস্তুকার ডি জে দাস,মাইকেল মধুসূদন দত্ত কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ ডঃ থাইও মগ প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.