Header Ads

ভারত বাংলাদেশের স্টেকহোল্ডের মিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর অসমীয়া অনুবাদ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী





নয়া ঠাহর প্রতিবেদন। নগরের জালুকবাড়ি স্থিত  হোটেল রেডিসন  আয়োজিত ভারত-বাংলাদেশ স্টেকহোল্ডার মিটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "কারাগারের রোজনামচা"  অসমীয়া ভাষান্তর "কারাগারের দিনলিপির' গ্রন্থটি উম্মোচন করা হয় ।বইটি উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই বইটির অনুবাদ করেছেন ব্যতিক্রম গোষ্ঠীর অধ্যক্ষ্য  ডাঃ সৌমেন ভারতীয় আর সাংবাদিক প্রণব আচার্য। এই প্রকাশনার দ্বারা ভারত-বাংলাদেশের ও  অসম  জনসাধারণের মাঝে সাংস্কৃতিক সম্পর্ক অধিক মজবুত করবে বলে আশা করা হয়েছে।এই বইটির  প্রকাশনায় রয়েছে ভিকি পাবলিশার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা একে এএম মুস্বীউর ,বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিজু মুন্সি ,বাংলাদেশে ভারতীয় উচ্চাউক্ত রিভা গাঙ্গুলি দাস, ব্যতিক্রম গোষ্ঠীর অধ্যক্ষ্য ডঃ সৌমেন ভারতীয়া,ভারত বাংলাদেশের উপ উচ্চাযুক্ত এটিএম রোকেবুল হক, গুয়াহাটি বাংলাদেশের সহকারী উচ্চাযুক্ত ডঃ শাহ মোহম্মদ তনভীর মনসুর ছাড়াও আরোর অনেক  অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.