Header Ads

বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রি পেইড ট্যাক্সি সেবার ফলে যাত্রীরা লাভবান হয়েছে



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি । নগরের বড়ঝাড় স্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তরাষ্ট্রীয় বিমানবন্দরের  বৃহস্পতিবার থেকে প্রিপেইড ট্যাক্সি সেবার শুরু করার ফলে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। প্রথমবার বড়ঝাড়  বিমানবন্দরে এই সেবা চালু করা হয় ।এর আগেই যাত্রীদের কাছ থেকে গাড়ি চালকরা যেমন খুশি তেমন ভাড়া নেবার ফলে অসুবিধায় পড়তে হত যাত্রীদের।  এবার থেকে প্রিপেইড ট্যাক্সিতে যাত্রীরা সফর। করতে পারবেন ন্যূনতম পাঁচ কিলোমিটার থেকে দূরত্ব থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য যাওয়া যাবে ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ আসাম পুলিশের যৌথ উদ্যোগে আরম্ভ করা হয়েছে এই সেবা। বিমানবন্দরে স্থানীয় এলাকা পশ্চিম গুয়াহাটির  সমষ্টির বিধায়ক রমেন্দ্র নারায়ন  কলিতা ।এই প্রি পেইড ট্যাক্সি সেবার  উদ্বোধন করেন।সাথে ছিলেন ভারতীয় বিমান প্রাধিকরণ( উত্তর-পূর্বাঞ্চল) কার্যবাহী  সঞ্চালক সঞ্জীব জিন্দাল ,বিমানবন্দর সঞ্চালক রমেশ কুমার ও অসম পুলিশের উচ্চ আধিকারীরা। দেশের বিভিন্ন বিমানবন্দরে এই সেবা থাকলে উত্তর-পূর্বে এবার প্রথম  চালু করা হয়েছে। বিমানবন্দরের আগমনের স্থানে থাকা প্রিপেইড ট্যাক্সি কাউন্টার থেকে বুকিং করতে পারবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.