বাংলাদেশের রূপকার শেখ মুজিবর রহমানের শততম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ যাবেন
নয়া ঠাহর,নয়া দিল্লী।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সাতটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ কে প্রকৃত প্রতিবেশী বন্ধু বলে অভিহিত করেছেন। বাংলাদেশের রূপকার শেখ মুজিবর রহমান এর ১০০ বছর জম্ম তিথিতে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ যাবেন । বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল রূপকার শেখ মুজিবর রহমান এর জীবনের আধারে ছবি করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বহু চর্চিত এন আর সি প্রসঙ্গ উঠেছিল। ভারত আবার জানিয়ে দিয়েছে এন আর সি ভারতের আভ্যন্তরীণ ইস্যু এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে বিবেকানন্দ ও রামকৃষ্ণের নামে দুটি প্রকল্প নির্মাণে ভারত আর্থিক সহায়তা দেবে। এবার বাংলাদেশে ৩৮ হাজারেরও বেশি ঘরোয়া ও সার্বজনিন দুর্গা পুজো হচ্ছে।
কোন মন্তব্য নেই